জিহাদের বাঁচার আকুতি ছিল ৬০০ ফুট গভীরে
বন্ধু, প্রতিবেশী শুনেছিল
তারপর ফায়ার সার্ভিস, উৎসুক জনতার ভিড়
দেশব্যপি কোটি মানুষের প্রার্থণা, জিহাদ জীবিত উদ্ধার হোক ।
২৩ ঘন্টার ব্যর্থ অভিযান শেষে ব্রিফিং,
পাইপের নিচে টিকটিকি আর পোকা ছাড়া কিছু নেই ।


জিহাদের বাবাকে পুলিশ ধরবেনা কেন ?
ব্যাটা মিথ্যুক, ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস ?
বল ।
অসহায় বাবার সত্য কথা বাতাসে মিলিয়ে গেছে
শক্তির অপব্যবহারে, মানসিক নির্যাতনে !


তিন তরুণ এসেছিল বিধাতার আশীর্বাদ হয়ে
সত্যকে উন্মোচন করতে, মিথ্যার মুখে চুনকালি মারতে
জিহাদের লাশ কি কিছু বার্তা দিয়ে গেল ?


আমরা দাঁড়িয়ে আছি ৬০০ ফুট গভীর খোলা পাইপের মুখে ।



বিঃ দ্রঃ কবিতাটি সদ্য ঘটে যাওয়া ঢাকা শাহজাহানপুর রেলওয়ে কলোনীর ওয়াসার পাইপ দূর্ঘটনায় শিশু জিহাদের মৃত্যুকে নিয়ে লেখা ।


বিস্তারিত জানতে নিচে একটি লিংক দেওয়া হলোঃ


http://www.now-bd.com/manabzamin/2014/12/28/56525.htm