বুক ভরা ফসলে আনন্দ লহরী
খাঁ খাঁ দুপুরের ক্লান্তি শেষে
গিন্নির হাতের এক খিলি পান
পুরানো আম বাগানের শীতল ছায়া ।


বয়স বাড়ে ঝুলে পড়া চামড়ায়, তবুও
মনের দরজা খোলা থাকে চিরহরিৎ
বিশ্বাসের দর্পণে মুখ দ্যাখে বুড়ো-বুড়ি
কুয়োর জলের মতো স্থির যৌবন,
বুড়ি পান সাজায় সোহাগী হাতে
বুড়োর ভাঙ্গা গালে গুজে দেয় সুরভি জর্দ্দা
পঞ্চাশ বছরের সাক্ষী হয় পানদানি
বেঁচে থাকে ভালোবাসায়, বিশ্বাসে


তোমার-আমার বিশ্বাস কেন ঠুনকো হয়
দিন শেষে ভাঙ্গা কাঁচের টুকরো !