মাথার উপর ঘূর্ণি বায়ু
জলে নৌকা নেই
ব্রিজ পার হয়ে যাওয়া যায় ওপারে
অনায়াস যাতায়াতে তুবড়ি বাজানো ।


ফুলবাবুর নেংটি পরা দিন গেছে
এখন রাজপথে চলে নৌকা বাইচ
বারো হাত বাঁশের হাল,
কাছিমের বের করা লম্বা গলায়
যখন তিড়বিড় করে উঠে ঘৃণার চোখ
ফাল পেড়ে উঠা মাল্লারা তখন তাড়া দেয়,
হারামখোর, তোর গলা ফাটিয়ে দেবো,
লম্বা গলা ঢুকে যায় খোলশের ভিতর ।


নৌকা বাইচ, দেশ দখলে কত সুবিধা !