১.
ওরা বুঝেছিল গর্জনের ফাঁপড়
দা, কুড়াল, খুন্তিতে হবেনা সহজ,
হাতের কাছে নিরাপদ আশ্রয়
এক দৌড়ে ওপারের নরম বিছানা ।


স্বাধীনতা, কী অসাধারন !


২.
বিজ বুনে এক ঘুমে ফসল
উন্মুক্ত আকাশ, ঝরঝরে বেলাভূমি
জন্মদাতা পিতার আদর্শ সৈনিক,
হাড়-গোড়, রক্ত, ছুটে যাওয়া চোখ, মাথার খুলি
সব তো ওদেরকেই সরাতে হবে
তারপর না ভাগ বাটোয়ারা-
সাতকোটি কম্বল, রাষ্ট্রীয় সন্ত্রাস, রক্ষীবাহীনি


পঁচাত্তার সব কেড়ে নিল ।


৩.
তিন বাড়ি ঘুরে ঘুরে দুধাল গাই
এখন গোয়ালে
যত পারো, দোহন করে নাও
বিয়োনোর আগে ।