এসো শুয়ে থাকি
পৌষের বরফ ঠান্ডা, বেলকুচি পাতার শরীরে
লেপ মুড়ি দিয়ে, পাশাপাশি
গল্প করিঃ পাহাড়, নদী, অরন্য
ভুলে যাই, পথের রেখা, বন্ধুদের আড্ডা


বাইরে কমলা রঙের রোদ, দুপুর বেলা
ঘণ কুয়াশার আয়োজনে, ডুবে যাক সূর্য
চোখ খুঁজে পাক হারিয়ে যাওয়া নবীনতা
বুকের তরঙ্গে বয়ে চলুক পানসি নৌকা
দু'জনের মাঝখানের সব নিরবতা ভেঙ্গে আজ


গল্প করি, চন্দ্রকথায় পৃথিবীর আদিম ভাষায়