অনেকটা পথ চলে এসেছি
সীমাহীন হোঁচট খাওয়া পথ ।
স্বপ্নকে বলেছিলাম, সাথে থাকিস,
পাতাহীন বটবৃক্ষ, ছায়া পাবে কোথায় ?
থাকেনি
একটা নিরাপদ আশ্রয় চায়, সাথে
স্পর্শ, মাধুরী হাসি, কল্লোল
উষ্ণ বিছানা, পূর্ণিমার চাঁদ
হাতের মুঠোয় থৈ থৈ জীবন ।


ভাবনারা এখনো ছুঁয়ে যায় আমাকে
মেঘের পরে মেঘ, বৃষ্টি, ঝর্ণাধারা
দু'আঙুলে লালন করা চোখের পাতা
জানালার পর্দায় সকালের কচি রোদ
মায়াবী আলো, দিঘির জলে ছায়া ।


পথের দীর্ঘতা খুঁজে সীমাহীন শূন্যতা
হারিয়ে ফেলি ১০৮টি নীল পদ্মের ঠিকানা
আমি হাঁটতে থাকি, কেবল হাঁটতেই থাকি....