১.
স্বপ্ন আছে, দোলা দেওয়া মন
তুমি চাইলেই দিতে পারি
সুরের সাম্পান, নীল জল, অথৈ দিগন্ত
আর কত প্রতিক্ষা !
নিরবতা ভাঙ্গো এবার, প্লিজ !


২.
বুকের ক্ষত জুড়িয়ে নিতে
চলো, বিশ্বাসকে ডেকে আনি আরেকবার
উতল হাওয়া, নদীতে নাইবা এলো
রাত গভীর হলে,
বদলে ফেলোনা পথের রেখা  


আমারও শ্বাস নিতে কষ্ট হয়, সোনা !