দু'আঙুলের ফাঁকে, লাল ফিতার বিজয়
ঘুম ভাঙ্গা কুয়াশার সকাল
ধূলো উড়িয়ে চলে যায় মাননীয়
রাস্তার দুপাশে লেজ কাটা ফিঙ্গে
অভুক্ত কাঙ্গালী কটমট করে চেয়ে রয়,
বাপের ভিটে, সাথে একগাদা পঙ্গপাল
সীমানা পার হলে, তাক করা রাইফেল ।


ভাঙ্গা থালায় বিজয় নাই
গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ
ঘুরে ঘুরে ফুটপাতের নোংরা আবর্জনা
আর বস্তির ঘিঞ্জি গলিতে আশ্রয়,
ভোট চোরেরাও এখন আর আসেনা
কানা গলির মাস্তান, বীনা ভোটে পাশ
৪৩ বছরের স্বাধীনতার বাম্পার ফলন
সাত রঙে তাই চলছে, বিজয়ীর বিজয় দিবস পালন ।