এখনো কারাগার হয়ে যায়নি দেশ ।
চা বাগান, মাধবকুন্ড, জাফলং,
ইচ্ছে করলেই ঘুরে আসা য়ায়
উত্তরের পাহাড়পুর, মহাস্থান গড় ।
       মিটিং-মিছিল নেই,
       বৈধ-অবৈধে উত্তপ্ত
       টিভি, রেডিও, টকশো


চলতে থাকুক, এসব চোরাবালি কারবার ।


       গিটারটা হাতে নে
       জম্পেশ শীতের পোশাকে
       মাথায় লাল-সবুজ ক্যাপ,
কুয়াশার চাদরে, উঁকি দেয়া সূর্য়ের সাথে
চল, বেরিয়ে পড়ি, এই শীতে, এখনই ।


রাস্তার ধারে ধোঁয়া উঠা আলুর চপ
চাঁদতারা হোটেলে, মোটাভাতে মুরগির ঝোল
খাওয়া শেষে, জমিয়ে সুখ টান
তারপর, হলুদ শর্ষে ফুলে, ঘুরে দেখি-
আমার সোনার বাংলাদেশ ।