লাল বাতি, সিগনাল, ট্রাফিকজ্যাম
খাঁ খাঁ রোদে এপার-ওপার
রাস্তা ধরে বেড়ে চলে জীবনের গতি
ধানমন্ডি, মতিঝিল, মিরপুর
কারু সাথে কথা নেই
দেখা হলে কুহু-কেকা


বুকের মধ‌্যে নোনা ধরা দালানের ইট
ঝুর ঝুর করে ঝরে পড়ছে
পড়ুক
দিন শেষে অপেক্ষা করছে চাঁদ-তারা স্বপ্ন
চায়ের কেতলিতে বাষ্প উঠা যৌবন


তোমার জন্য, প্রতিদিন
বিক্ষিপ্ত এই রাজপথে ধরে আনি জলজ মেঘ
মাঠ, নদী, ঘাস, খোলা প্রান্তর


শুধু তোমার শরীরের ঝর্ণায় ভিজব বলে ।