এই নাও বিশ্বাস
যত্ন করে তুলে রাখো ঘরে
আগুন নিয়েই যখন খেলতে হবে আমাদের


তখন হিসেবের গরমিল হবেই ।


প্রকৃতি রুক্ষ হলে কমবে জলের গভীরতা
ধূসর মেঘকে দোষ দিওনা
বর্ষা আসবেই একদিন, বৃষ্টি নিয়ে ।
মসৃন হবে আমাদের পথ চলা, তখন
শরৎকে ডেকে আনবো হেমন্তকে কাছে পেতে,
তারপর, শীতের চাদরে নেবো শরীরের উত্তাপ ।


তুমি শুধু বিশ্বাসটুকু তুলে রাখো ঘরে ।