একটু বদলে যাওয়া ভালো, মাঝে মাঝে
একটু এলোমেলো হওয়া ।
সবুজ পাতায় চোখের নিশান
ঠিক রেখে গঙ্গা যমুনা,
বুকের মধ্যে গেরুয়া বাতাস
সটান রাস্তায় ঢোল কোলমি ছায়ায়
নিরুদ্দেশ হওয়া আপন ভোলা ।


৩৬৫ দিন গুণে গুণে প্রাত্যহিক দিনলিপি
মসলার সু-ঘ্রাণে চন্দ্রিমা বাজার
সংক্ষিপ্ত দূরত্বে গন্তব্যে পৌছার কৌশল
বেলাশেষে ডাইনিং টেবিলে সাজানো খাবার ।


-এই সব রংতুলি পরিসর ছেড়ে
একটু বদলে যাওয়া ভালো, মাঝে মাঝে
একটু উদাস হয়ে মাঠ, নদী পার হওয়া;
যেখানে বুনো হাঁসের চোখে নামে হলুদ সন্ধ্যা
নিসর্গের ডাকে আকাশ হয় নিরুপমা ।