১.
শপথ করেছো সীমানা ছুঁয়ে
লাল-সবুজ
উড়াবে বিজয় নিশান !
কম্পিত হাত, পাবে কি রাজপথ ?
বিজয় আজ ছিনতাই হওয়া লাশ
রক্তের হোলিখেলায় পৈশাচিক উল্লাস ।


২.
সেলামী দাও, নয়তো
এই দিলাম পাথর চাঁপা
৩৬৫ দিন ঘুরে, হবে হলুদ ঘাস ।


৩.
কী দেখছো স্বাধীনতা ?
মাটি কাটা মায়ের বাঁকানো মাজা
নাকি, ইট ভাঙ্গা সুরকির জর্জরিত হাত ?
অবুঝ শিশু পাশে বসে আছে
ওর চায় কেবল এক থালা ভাত ।