সাতবার নদীতে ডুব দিয়ে
শুদ্ধাচারী রাস্তা ধরে,  পড়ন্ত বেলা ।
বুকের জমিনে মাত্রাহীন চাষাবাদ
কখন উল্টে যায় সব গোলকধাঁধা
পাঁচ আঙুলে খাঁমচে ধরে মিথ্যার জরায়ু,
তারপর আচ্ছা হ্যাস্তন্যাস্ত করে
ছেড়ে দেয় বাঁশিওয়ালা রাজপথে ।


ঝোপের আড়ালে বাড়ছে চামচিকে ছায়া
সময় হলে খুলবে বুকের বোতাম,
তার আগে যত খাওয়া যায়
মসলাদার খাবার ।
চাঁদের আলো ম্লান হবে অমাবস্যার অন্ধকারে
কুকুরের চিৎকারে বাড়বে কাকের নিমন্ত্রণ


শুদ্ধাচারী
তোর ধর্ষন চিত্র দেখবে
আকাশে চোখ রাখা কাদা, মাটি, জল ।