ঘুম আসে
বেলা বেড়ে ক্রমশঃ কাছে আসে সৈকত ।
জলের নিচে শেওলার চোখ
আজন্ম ডুবে থাকার হাহাকার
আমার নেই, তবুও
আকাশে তোমার মুখ
যুগের অপচয় শেষে
ক্লান্ত চেয়ে থাকা,
মনে পড়েনা, হেমন্তের ধান কাটা হলুদ মাঠে
দিন শেষে হিম সন্ধ্যায়
পাখির নীড়ের মতো আমাদের ঘরে ফেরা ।


দূরে, আরো অনেক দূরে
হারিয়ে যাওয়া পথের রেখায় টানা বারান্দা
খড়ের চালে মৌচাকের ঝুলে থাকা
তপ্ত দুপুরে বৃষ্টির জন্য আছড়ে পড়া,
মনে পড়েনা ।
দু'চোখ বন্ধ হয়ে কেবলি ঘুম আসে
দীর্ঘ ঘুম !