কাব্যকথায় বেসুমার চড়ুইভাতি
আকাশ হয় অন্তরীক্ষ
না দেখে হেরিয়া দীর্ঘ পথ
গায়ে গতরে ক্লান্ত পরিশ্রান্ত,
উইপোকায় খাওয়া শব্দমালা
ছন্দ, মাত্রায় কাক ডাকা ভোর
রঙিন আলোতে এসে ঘাঁটে
দু'শো পঞ্চাশ বছর আগের কাসুন্দি ।


বুক চাপড়ে সব জান্তা শমশের
খ‌্যাতির বিড়ম্বনায় পার করে
ডিজিটাল সময়, আর বলে
'যতসব ছন্দহীন অকবির দল
সোজাকথা প্যাচায় অবিরল ।'


ফসল ভরা রঙতুলি মাঠ
পাখির ডানায় হিম সন্ধ্যা
দোলা দেয় বুকের শিহরণ
গদ্যময়
ছন্দ আছে কিংবা নাই
     -শমশের বলেনা
     এটা সে পারেনা ।