প্রাচীর পেরিয়ে ভালোবাসার গোধূলি বেলা
ছেড়া শার্টে রক্তের দাগ, অথচ
বাতাস জানেনা ভয়ের চোরাকারবারি ।
চোখ মেললে কাঁজল দিঘি
বুকের সমুদ্রে ঝড়ো হাওয়া,
গভীরতা কি টাইম বোমা ?


প্রাচীর, তুই দীর্ঘজীবী হ
ছেড়া শার্টে বার বার লাগুক রক্তের দাগ
চোখের নেশায় বালিয়াড়ি স্বপ্ন, আর
ঝিনুকেই খুঁজে নেবো মুক্তোর দানা,
তারপর আকাশে ছড়িয়ে দেবো
আমাদের চাঁদতারা ভালোবাসা ।