তোমার অঙ্কিত মুখোচ্ছবি, অবারিত
যমুনার জলের মতো সত্য
ঘুম ভাঙ্গলে যে স্বপন ফুরিয়ে যায়
তা আর দেখবনা,
দিগন্ত অধরাই থেকে যায় ।


এবার লাল পাড়-এ সবুজ জমিন
নিসর্গেই দেবো ডুব-সাঁতার ।


খুঁড়তে এসোনা
গড়াই পাড়ের হু হু বাতাস
বুকের একশো একটা নীল পদ্ম
-পাবেনা ।


তোমার মুখ, আর
প্রজাপতির ডানায় ঘরবসতি,
অন্ধকারের অলৌকিক অালো ।