আদর্শের ফাঁকা ঘরে লাল পিঁপড়ে
পা রাখলেই গঙ্গারাম, যমুনাবতী
নামে ইমাম সাহেব
ঈমানের মাঠ খাঁ খাঁ বালুচর
তবুও তেলের বাজারে মর্দন করা হাত
মিথ্যার চাষ করতে করতে পড়ন্ত বিকেল
হাটের সব লোক যখন ঝুলে থাকা চামচিকে
তখন হাড়ি ভাংতে আর দোষ কোথায় ?


প্রশিক্ষণ ভাল ছিল, তাই
ফাঁকা কেন্দ্র পেয়েছে ভোটারের মুখোশ,
চার পায়ে সফলতা এসেছে ষোল আনা
একুশের স্বপ্নে বাম্পার কৃতজ্ঞতার বাজার দরে
সময় এখন লিখিত পরীক্ষায় পাশ করে আসার
মৌখিকে নৌকার সীলগালা
তারপর, কিভাবে চাকুরী হয়, দেখবে ইমাম সাহেব ।


ঢোল বাজাও আর নাই বাজাও
রঙ্গিলা নাচবে
ইমামের কেরামতি মোল্লাবাড়ি পৌছার আগে
যদি ঠ্যাক দেওয়া হয়, তবে
সময়ের সোনার ছেলেদের দেখবে কে ?