হলুদ ডানার পাখি
ওভাবে বসে বসে আর কাঁদিসনে
যে ভেঙ্গেছে তোর বাসা
সে বুঝেনি তোর ভালোবাসা ।


আমারও আছে খড়-কুটো প্রেম
ভোরের আলোয় চাষ করি বিশ্বসংসার
কাঁচের দেয়াল ভাঙ্গে ঠুনকো আঘাতে
কত বৈশাখ পার করেছি চাতকের সাথে
এক ফোঁটা জল পাইনি তৃষ্ণা মেটাতে ।


হলুদ ডানার পাখি
ওভাবে বসে বসে আর কাঁদিসনে
তোর তো উন্মুক্ত আকাশ আছে
সবুজ গাছের শাখা আছে
বয়ে চলা নদীর কুল আছে,
আমার কেবলি আলোর মাঝে অন্ধকারের ঘরবসতি
সহজে সইতে পারি, কিন্তু আর যে বইতে পারিনা ।