শান্তি
তুই আমাকে কবিতা দিবি ?
উদোম হাওয়ার ঘর দেবো
কড়া মিঠে ভালোবাসা
ইচ্ছে হলে হেঁটে যাবো, টানা বারান্দা পেরিয়ে
উদাস দুপুর, চোখে থাকবেনা কোন সানগ্লাস
শরীরে মেখে নেবো মধ্যযুগের রোদ
হিসেবের বেড়াজাল ভাঙ্গব ঘূর্ণি বাতাসে ।


প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া, আর ভালো লাগেনা
গাছের শিকড়ে বাড়ছে জীবনের দেনা ।
উত্তরীয় হাওয়ায় শরীর কাঁপিয়ে শীত আসবে
কামনার নদী শুকিয়ে ধু ধু বালুচর হবে
অভুক্ত প্রকৃতি দাঁড়িয়ে রবে নেড়া মাথায়,
কার কাছে বলব, আমার ক্ষুধার রাজ্য
কেমন করে গদ্যময় হচ্ছে !


শান্তি
তুই আমাকে কবিতা দিবি ?
ধূসর মেঘে শ্রাবণের বৃষ্টি
হেমন্তের হলুদ মাঠে মাতাল করা হাওয়া,
দেখবি, আমি দিব্যি বেঁচে উঠছি ষড়ঋতুর মতো ।
নীলকুঠি প্রেম আমি চাইনা ।