১.
মনের রঙে কৃষ্ণচুড়া ভালোবাসা
হাঁটু জলে পাবেনা বিশ্বাসের ভিত ।
জেনে রেখো, আঁধারেরও অর্থ আছে আবছায়া,
সেসব দিন এখনো আসেনি, তাই
উতলা বুকে বেঁধে রাখো কুমারী স্বপ্ন
আমি ডুবো জাহাজ হয়ে আসব,
গোলাপী ঠোঁট হেসে উঠবে রোদেলা পাতাবাহারে ।


পৃথিবী রঙিন হবে ধানসিঁড়ি হাওয়ায় ।


২.
ব্যস্ত ঘড়ির কাঁটা ছুটছে পঁই পঁই
দীর্ঘ হচ্ছে খোয়াবনামার গুহ
চোখের আলসেমীতে ভারী হচ্ছে শরীর
ঘোষাল দীনেন্দ্র এখনো খাওয়াচ্ছে টক দই ।
পুইশাকের পাতায় যাবেনা সবুজ হওয়া
চলো, ডুব দিই চোখের সবুজে
স্বাদ নিই তন্দুরী ভালোবাসার ।


নির্ঘাত রঙিন হবে ময়ুরাক্ষীর জল ।