চমচম বাজারে কোকাকোলা সময়
রিম ঝিম বর্ষা শেষে
ভাদ্রের পাড় ভাঙ্গা ঢেউ, বেহিসাবী
তবুও রক্তিম আলোয় নাচে বিবেকের হাট ।


কাসুন্দি ঘেঁটে ঘেঁটে টকো হাত
ছড়ায় বাড়তি ব্যারামের ঘণঘটা,
মুখের দূর্গন্ধ লুফে নেয় পঙ্গপাল
লেজ নাচিয়ে বগল বাজায়, আর
কলকের টানে ধোঁয়ার কুন্ডুলি পাঁকায়,
চোখের নেশায় কুকুরের চাহনি
নির্ঘুম রাতে চলে কয়লার হিসাব,
আর কত জমা হলে, কাটবে ইমার্জেন্সি পিরিওড ।


বিবেকের হাট ভেঙ্গে গেছে খোলা ময়দানে
বাসনারা হাঁটে চার পায়ে
এক ফু-য়ে উড়ে যাবে একুশের জঞ্জাল,
মধুর হাড়িতে ভাগ বসাবে কোন শালা ।