বেঁচে থাকার ক্ষয়, নিঃশেষ হয়
প্রাত্যহিক বাতাসে । সব ধূলিকণা
কেবল আমার'ই চোখে এসে পড়ে ।
অথচ এই আমি, ভাঙ্গা নাও বেয়ে
পাড়ি দিতে পারি এক সমুদ্র জীবন ।


একদিন পেতেছিলাম মাটির বিছানা
তারপর এক যুগ কাটিয়েছি হিম সন্ধ্যা
খাঁ খাঁ রোদে বেহিসেবী হেঁটে চলায়
হয়েছে কেবলই নিরর্থক সময়ের ক্ষেপন,
তবুও নঙ্গর পেয়েছে মন কোকিলার হাটে
যখন ফুলের চাহিদা মিটিয়েছি বিমুগ্ধ প্রেমে,
স্বপ্নের খেয়া ব্যর্থ হয়নি, ওপারে পৌছাতে ।


অথচ, বুকের কুঠুরী ভেঙ্গে আজ গড়তে পারিনা
কামনার ঘর ।
চন্দ্রহারা রাত
অন্ধকারে খুঁজে পায়না কোকিলার মুখ
ক্রমশ দীর্ঘ হয় দিগন্তের সীমারেখা,
তারপরও কাছে টানে পৃথিবীর রঙ, রূপ, রস, গন্ধ
বার বার মনে হয়, রয়ে যাই এখানে, এই মাটির ঘরে ।