১.
হাত,- অথর্ব
চোখ কি ধোঁয়াসা ?
বসে আছে পরিবার পরিজন
চার দেয়াল এখনো চেপে ধরেনি চারদিক থেকে
ক্ষয়ে যাওয়া অস্তগামী সূর্য, আর কি দেখা হবে ?


স্মৃতি আছে, অথচ মনে পড়েনা
আজ ফজরের নামাজ পড়া হয়েছে কিনা ।


২.
ডেকে আনা হয়েছে
বাতাসে কাকের শব্দ শোনা যায়
আরো অনেক উপরে শকুনের উড়ে চলা
ধবল মেঘ কি তবে জেনে গেছে ঝড়ের পূর্বাভাস ?


আকাশ প্রস্তুত হচ্ছে, গ্রহন করতে
পাপে কিংবা অপাপে অথবা কারু অদম্য খায়েশে ।