মাঝে মাঝে মূর্খ হওয়া ভালো
লোকে বোকা বলবে, বলুক
অনেক দেখা হয়েছে চতুরতা
নিজেকে ঠকিয়ে কেমন করে জেতা !


ভাবছি লোক দেখানো এই পোশাক
খুলে ফেলব এবার
পরে নেবো মানব শরীর একবার ।


বেশী কথা বলতে বলতে ক্লান্ত হওয়া শরীর
ঠান্ডা জলে ডুবিয়ে তরতাজা করে নেবো
তারপর আগর বাতি জ্বেলে চুপচাপ বসে থাকব
শীতল মাটির ঘরে ।


সময়ের হাটে চলছে অপূরণীয় বেচা-কেনা
আমরা কখনো ক্রেতা, কখনো বিক্রেতা ।


যদি তাই'ই হয়, তবে চতুরতা, তুমি যাও
লোকে বলবে মূর্খ, অসামাজিক
- কোন ক্ষতি নেই তাতে ।