রাঘব বোয়াল খেলছে
ডাংগায় এবং জলের গভীরে,
নাকে খত দেওয়া চুনোপুঁটি
এখনো মাপছে বাজার দর,
শোকের পাথর একদিন বিলিয়েছে রাজপথে
কালো পিচে রোদের উত্তাপ গায়ে মেখে
ঠেকানো যায়নি পুঁজির শেষ রক্ষা ।


দরবেশ বাবা এখনো সুরক্ষিত, নিরাপদ
বট বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে ।
বাঁকা হাতে ছাল তুলে এবারও সেই
পাপের ফসলে হরিলুটের এক একক
মূল্যহীন শিকড় বলে, ঢাক-ঢোল পিটিয়ে
এক কোটি টাকার কেস ধরিয়ে দেওয়া ।


চুনোপুঁটি, আবার যদি খেলতে চাও
বায়না সূত্রে কিছু নাও, বাপের ভিটা বাবদ ।
শুটকির বাজারে বিড়ালের কর্তৃত্ত থাকবেই
দরবেশ বাবার আলখেল্লায় গায়েবী হাত ।


চুনোপুঁটির আর্তনাদ, পৌষের রাতে বস্ত্রহীন শীত
দাঁতের ফাঁকে মোটা মাথার বেহুদা উচ্চারণ ।