ছাই দিয়ে দড়ি পাকাও, আবার
স্বচ্ছ পানিতে নৌকা ভাসাও
কপালের ভাঁজে প্রতিহিংসার আগুন
কার মুখে জুতো মারতে হবে,
শহীদ মিনারে গুন্ডা পাঠিয়ে
কার লাশের প্রতিরোধ করতে হবে
-সব তোমার জানা ।


সকালের ক্লান্তি আর দুপুরের বিষন্নতা
রাতে এসে পরিপূর্ণতা পায়
যখন প্রতিনিয়ত ধর্ষিত হয় সবুজ চিন্তা, ভাবি
বলি হতে এ জাতির আর কত দিন বাকী ?


একুশ, লুট হয়ে যাবে অনায়াসে, লাভ নেই
ক্ষয়ে যাওয়া জুতোর সুখতলাকে প্রশ্ন রেখে ।
আর একচল্লিশও শুধু ভরা পেটের দুঃস্বপ্ন নয়,
একদিন হবে আমাদের পাপের ফসল ।


তোমাকে ঠকাতে পারলে, তার
নিচে নামাতে কিছু যায় আসেনা ।