১.
কবিতা, কিন্তু কাব্যিকতা নাই
জীবন, কিন্তু বৈচিত্রতা নাই
আলো, কিন্তু অন্ধকার নাই
প্রেম, কিন্তু প্রতিবন্ধকতা নাই
চলছে তো চলছেই ।


দিঘির জলে নিরাপদ ভেসে থাকা যাবে
কিন্তু স্রোতের কাঙাল হওয়া যাবেনা ।


২.
ভুল ব্যাখ্যা করেছো
পুরোটা না পড়ে সারাংশ টেনেছো ।
রোদের রঙ পরিবর্তন হয়নি
ঋতু পরিবর্তন হয়েছে কেবল
রোদ এরকমই ।


তুমি বাঁশি বাজালে, আমি সুর তুলব
বাঁশি ছাড়া সুর সৃষ্টি হবেনা ।