উনপঞ্চাশটা বায়না
একশো বায়ান্নটা পূরণ করার পর
আর গুণতে পারিনা, কতটা বেশী করা হলো,
ঝিম ধরে বসে আছি, ষোল কলাতে এসে ।


খাকি রঙের পোশাক নাকি ছাই দিয়ে দড়ি পাকায়
বীনা ওয়ারেন্টে ধরে প্রথমেই দু'চার ঘা ছালাম বাড়ি
তারপর, মুচলেকা দিয়ে ছাড়া পেলে
দূর্গন্ধ বাতাসেও বুক ভরে শ্বাস নেওয়া যায় ।


দু'হাতের দশ আঙ্গুলে ষোল কলা
কিভাবে ধরে রেখেছো সৃষ্টির আদি থেকে ?
কোন বায়নায় আর পূরণ করব না
ভাবছি, পদব্রজে এবার দেশান্তরী হবো
কাঁটা তারের বেড়ায় পথ আটকালে
জটাধারী সন্ন্যাসী হবো ।


মেয়ে, তুমি গভীর রাতে ঘুম ভেঙ্গে চিৎকার করোনা
কাঁচা ঘুম ভেঙ্গে গেলে, সারারাত ঘুমাতে পারবেনা ।