ভাবছি, কিছুদিন কবিতা লিখব না,
কষ্টগুলো জমিয়ে রাখব বুকের মধ্যে
সুখগুলো ছড়িয়ে দেবো বাতাসে
অভিমানকে আপাতত ছুটি দেবো
রাগ, ঘৃণা, বাঁধাকে উপেক্ষা করব ।
এখন থেকে শুধু দেখে যাবো,
শহীদ মিনারের দখলদারিত্ব
লাশের দলীয়করন, মন্ত্রীর অতিকথন
বাঙালীর দাসত্ব, রাজনীতির বেলেল্লা ।
তারপর দেখতে দেখতে যদি মনে হয়,
যারা এতদিন কুমির চাষের প্রকল্প হাতে নিয়েছিল
তারা এখন নিরুৎসাহিত হয়েছে কুমিরের'ই ভয়ে,
তাহলে হয়ত আমার কবিতায়'ই লেখা হবেনা
কারণ, আমার কবিতায় কুমির আসবেই
আর ল্যাংটা কুমিরকে চামড়া ছিলে আলগা করবই ।


আর কত হ্যাঁ'কে জয়যুক্ত করাবে গায়ের জোরে ?