শেখের হাটে সস্তা জমি পাওয়া যায়, জমি
শতকে, কাঠায়, বিঘায়, যেমন ইচ্ছে
লম্বা গলা বাড়িয়ে দিয়ে যতই দাম হাকাও
দেখবে জুটে গেছে কিছু কানামাছি,
ভাগ্য ভাল হলে গরু, ছাগল, ভেড়া
-খরিদ্দার পাবেনা ।


টাকার নৌকা ভাসিয়ে ওপারে নঙ্গর ফেলে রেখেছে
কালো বিড়াল, ধলো বিড়াল আর জাতি বিড়ালরা
সামছু মিয়ার গলা ভাঙ্গা চিৎকার কেউ শোনেনা ।


স্যাতসেতে মাটিতে কেঁচো চাষের বাজার এখন
খুড়ে খুড়ে একশো তেতাল্লিশটা মামলা
কাঁঠালের আঠার মতো লেগেছে উকিল মোক্তার
জাহান্নামী আগুনে আটচল্লিশবার রিমান্ড
পরিবর্তন চাও তাক করা রাইফেলে ?
আরো পঞ্চাশ হাজার যোগ হচ্ছে
মাছের হাটে ধরিয়ে দেওয়া হবে ভিক্ষার ঝুলি
অন্ধকারে তৈরী হবে গুম বানিজ্য ।


জলের দামেই জমি বিক্রি করতে হবে, নয়তো
ভাঙ্গা চোয়াল পাওরুটির মতো ফুলবে কিভাবে ?


জামরুল, তোরা বড় ভাগ্যবানরে !