উপমাহীন হাঁটাহাঁটি
শরতের প্রভাত কিংবা হেমন্তের ফসল কাটা মাঠ
ধূলিঝড়ে আক্রান্ত-রংধনু আকাশ, ফুলেল বসন্ত ।


মৌচাকে ঢিল ছুড়িনি, তবুও
হুল ফুটছে শরীরে, অন্তরে
গায়েবী জানাযায় চলছে কুলখানির আয়োজন ।


এবার নির্বাক হয়ে যাবো
পথের শেষে খুঁজে নেবো পথের সীমানা,
সস্তা আঁধারে নয়, অনন্তে
তারপর, যত পারো, হুল ফুটিও ।