নগর পেয়েছে কবিতা
ইটের খাঁজে ধোঁয়াসার আকাশ, অবরুদ্ধ
বুকের উপছায়ায় কামনার কলরোল, ভাঙ্গা আয়না
আর্থিক মূল্যে কেনা বিশ্বাস
মেয়াদি সময় শেষে, বাড়বে চক্রবৃদ্ধিহারে সুদ ।


এখনই পরিশোধ করো, নয়তো
বিশ্বাসের হাট ভাঙ্গলে, কামনারা আড়াল খুঁজবে
হবে, কবিতার নগরায়ন ।