বুকের মধ্যে ভাঙ্গা সুটকেস
তাতে জমানো কিছু খুচরো টাকা পয়সা
সুতো কাটা ঘুড়ি, নিঝুম বাঁশ বাগান
গা ছম ছম করা সন্ধ্যাবেলা, একলা মাঠে উদাস দুপুর
পুকুর জলে খরশোলা মাছ, তাড়া খাওয়া আমের মুকুল
কোল জুড়ে আদুরে বায়না, পালানের দোকানে রসগোল্লা
-ভাঙ্গা সুটকেস ভর্তি, এই সব দিনলিপি ।


যে নদী চলতে গিয়ে সাগর পায়নি, তার কান্না
যে ফুল ফুটতে গিয়ে আলো পায়নি, তার হাহাকার
যে পাখি উড়তে গিয়ে ডানা পায়নি, তার সর্বনাশ
যে চোখ মেলতে গিয়ে ভাষা পায়নি, তার আর্তনাদ
একটু একটু করে জমা হচ্ছে, ভাঙ্গা সুটকেসে
বুকের মধ্যে, বয়ে বেড়াচ্ছি ।