পথের বাঁকে পথ হারিয়েছে
লুলু এখন বাড়ি আসবে
কালকেউটে মুখে, বিষ ঢেলেছে
নাকি ঢালানো হয়েছে !


গর্তবাসী কীট পতঙ্গ ওরা
ভাঙ্গাচোরা পার্টস-পাতি
নির্দেশ পেলে, তবে কথা বলে, যদিও
দড়ি পাকানোর জন্য আছে উকিল মোক্তার
তাই, নিরাপদ প্রাচীরে চলছে সিংহীর হুংকার
কী হবে এই সোনার দেশের !
-ভাবনা কেবল তার'ই ।


শূন্যে ভাসছে ষোল কোটি হাত কড়া
বীনা শর্তে ইজারা দাও ৫৫,৫৯৮ বর্গমাইল
তারপর, সিগারেটের ধোঁয়ায় কুন্ডুলি পাকিয়ে
ঘাসের বিছানায় শুয়ে আকাশ দেখো


ত্রিশ লক্ষ শহীদ আত্মা যদি কোনদিন জেগে উঠে ।