ঢুলি
এই নাও ঢাকের নতুন কাঠি
দঁড়ি ছেড়া ষাঁড়ের মতো লাফ দিয়ে
গুণে গুণে একশো এগারটা বাড়ি মারো,
নাচবে সবাই, মন ভালো করাতে ।


মদনকুমারের মন খারাপ
স্বপ্ন ভেঙ্গে দিয়েছে মধুমালা
পরী পাঠিয়েছে কবুতর বার্তা
সোনার কাঠি ভেঙ্গে খান খান
হা পিত্যেশ মাঝি মাল্লারা
-এখন কী হবে মদনকুমারের !


রাজার কপালে দুঃচিন্তার ভাঁজ
ভিন্নভাবে একই কথা বলছে,
                   মদনকুমার,
               সকাল-বিকাল ।
উধাও হয়েছে রাতে আবার
এখন দেখি কিছুই নাই ।