নেশার ঘোর কাটবেই এবার
ছয় হাত পানাতে জড়াও নিজেকে
বাতাসে দুলে উঠা কাশফুল ঢেউ
আছড়ে পড়ুক বালিয়াড়ী  স্বপ্নে
বাইশ হাত পানির নিচে পড়ে থাক
বিলিন হওয়া ঘর-বসতি ।


আর ফিরে আসবনা এখানে
আকাশ ছুঁতে চাওয়া সত্য যেখানে
দিক হারা নাইয়ের ভাঙ্গা মাস্তুল,
অথচ আঙিনা পেরুলেই মননের হাট,
ঝরঝরে সকাল, নেই কুকুরের ডাক ।