আমার কিছু ডাশা ডাশা রাজাকার চাই
অন্ধকারে কান চেপে ধরে এনে বলব,
এই দ্যাখ, ফাঁসির দড়ি, মঞ্চ প্রস্তুত
এখনও কি শুটকির ঘ্রাণে নেশা ধরাবি ?
তারচেয়ে, চল ঘোলাজলে মিরজাফরি খেলি
নরম বিছানা পেতে দেবো লাল ঘরে
আমৃত্যু নাকে শরিষার তেল দিয়ে ঘুমাবি ।


দেখিস, ভাঙ্গা হাট এমনিতেই ভেঙ্গে যাবে
বেলে, পুঁটি চালান হবে বোয়ালের পেটে
খোলোসে মুখ লুকাবে তাড়া খাওয়া কছ্চপ
আর বাকীদের জন্য বরাদ্দ ইলেকট্রিক চুল্লি
যখন ভরা পেটে বাড়বে প্রচ্ছাবের বেগ
ঘুমভাঙ্গা চিৎকারে সারবে প্রাকৃতিক কার্য
তখন দু'হাতে তুবড়ি বাজিয়ে বলব, কেল্লা ফতে ।


রাজাকার, তুই দীর্ঘ জীবি হ ।