পাহাড়ের কান্না দেখেছি
বুক তো ঝর্ণা করিনি
তবুও এই বুক
কেন পাহাড়ের কান্না হয়ে যায় ?
নুড়ি-পাথর ছুঁয়ে ছুঁয়ে খরস্রোতা নদী
একদিন সাগরের গভীরতা পায় !


তোমার চোখে দিবা-নিশি ভাবনা
দূর্বার অবিশ্বাসের জাল পাতা
অথচ, চোখ খুল্লেই এক সমুদ্র আকাশ
তুলোর মতো মেঘ ভালোবেসে হাত বাড়ায় ।


এসো, আমরা বিহঙ্গ হয়ে যাই
প্রয়োজন কি হৃদয় খুড়ে সুড়ঙ্গ বানানোর ?