স্বর নিচে নামাও
হাতে লাগাম
কাঠ পেনসিলে নয়, মোটা কালিতে লিখ
মেরুদন্ডের ভাঙ্গা হাড় সোজা হবেনা,
ব্যথার ট্যাবলেট খাও
অথবা প্রত্যহ থেরাপি দাও
যখন উচ্চকিত আসন ফুৎকারে তছনছ ।


অন্ধকার রাজ্যে কবর হলো জোনাকির
এখন কবুতরকে কাক আর কাক'কে কবুতর বানাও
দেখবে কত সহজে বয়ে চলে নদী
হরহামেশাই পার হবে ছাগল, গরু, ভেড়া ।


দূর্বলের জন্য মায়া করোনা সত্যবান
কাঠের হাতুড়ি দিয়ে ঘা দাও কুঁজো পিঠে
তোমার জন্য তৈরী হচ্ছে সোনার মেডেল ।