কেন দাঁড়িয়ে আছো ?
বলেছি তো, এখনি যাবনা
সাগরের ঢেউ গুণে গুণে
সময় পর করা আমার কাম্য নয়
দৃষ্টি জুড়ে যতই বেদনারা খেলা করুক ।
নিম পাতার ছায়া দিয়ে
বাঁচিয়ে রাখব সাধের বসত বাড়ি,
পরোয়া করিনা আকাশের ডাকা-ডাকি
ধূসর মেঘকে বলে দাও
গোলাপ এখনও আমাকে কাছে টানে ।


হলুদ পর্দা ফেলে
হামাগুড়ি দিয়ে আসা অন্ধকার
ধবধবে সাদা আলখেল্লা পরিয়ে
আমাকে কোথায় নিয়ে যেতে চাও ?


এই আলো-হাসি বড্ড বেশী কাছে টানে !