১.
গাং শালিকের ঠোঁটে কিছু বার্তা
সাঁকো পেরিয়ে যায় ভাবনা
নদীর স্রোতে বসন্তের কলরোল
মাঠ পেরুলেই
তোমার চোখে রাখা যায় চোখ
- কবিতার শুরুটা এভাবেই
যার শেষ পরিণতি বিচ্ছেদে
পুরো একটি কবিতার খাতাতে ।


২.
রক্ত মাংসহীন পড়ে থাকে-জীবন্ত
একদিন উই পোকাতেই খাবে, নয়ত
তাতে ঝাল-মুড়ি বিক্রি হবে, হয়ত
পেয়েও যেতে পারে-অমরত্ত্ব ।