শিকড়-বাকড়ে চাষ-বাস, অন্নহীন সময়
ঠেকাতে পারবেনা ছাদের উপর ছেনির ঘা
ধারালো করাতে বিভক্তির প্রস্তুতি
                    চলতেই থাকবে ।
সোনার হরফে যতই লিখো খচ খচ,
কুমারীর নাভিমূলে বাড়ন্ত যৌবন
উদাসী হাওয়ায় উতলেপড়া বুকের সমুদ্র


নির্ঘাত পুড়ে যাবে শো-কেসের সুখ
ডাইনিং টেবিলের সুগন্ধ খাবার ।


ভাবনাগুলো তাই আবদ্ধ থাক, নিসর্গের কাছে
সৃষ্টির খাঁচা খুলে গেলে, উড়াল দিবে ।