একটি রাত
ছিড়ে ফালা ফালা করে
যদিও শান্তি চাওয়াটা কোন অপরাধ নয়,
বিশ্বাসের ঘাটতি হলে
ফুলের সুবাসও ম্লান হয় ।
দুঃস্বপ্নের আয়োজন করিনি
তবুও অজান্তে খুঁজি স্লিপিং ট্যাবলেট
ঘুঘু ডাকে
কিন্তু সকালটা কাঙ্খিত হয়না ।


আর কোন রাত পাবোনা, ভোর হলে
হেমন্তের সকালে মুথা ঘাসের উপর হেঁটে যেতে
মাথাভাঙ্গাও একদিন ভুলে যাবে সবকিছু
তবুও বাকী রাতগুলো
নিস্তরঙ্গ জলের মতো বয়ে যাক
গভীর অরন্যের সুন সান নীরবতা নিয়ে ঘুমাব ।


রাতকে আর স্লিপিং ট্যাবলেট হতে দেবোনা ।