কাগজের নৌকা ভাসাও, শরৎ প্রভাতে ।
হাতের তালুতে ডোবা মাঠ
কৃষকের ভাগ্য রেখা, ফসলহীন
ভাঙ্গা বাঁধে কাকতাড়ুয়া জীবন
চিলের ঠোঁটে রিলিফ কমিটি
পরিপক্ক ভাগ-বাটোয়ারাই
এসির বাতাসে ভারী পেট
ক্ষুধা নেই, তবুও
পাওরুটির মতো ফুলছে গাল ।


ও যমুনা, রাক্ষুসে নদী
ইচ্ছে হলেই ভাঙ্গো যখন
বাপের ভিটা, বসতবাড়ি, ফসলের মাঠ
ভাঙ্গতে পারোনা কেবল কংক্রিটে বাঁধা বিলাসী সুখ
টাকার বস্তায় কালো বিড়ালের মিউ মিউ
আর বেপরোয়া রক্ত চক্ষুর অহংকার ।