১.
গরম হাওয়ায় ভেসে গিয়ে কেউ কেউ
ঠান্ডা জলে পা ডোবায়
তৃপ্তির ঢেঁকুর তোলে বিলাসী ছায়ায়,
বুকের ভিতর তৈরী হয় গরম হাওয়ার ঘর ।


নদীর কাছে যেতে এদের খুব ভয়
নদীর শীতল হাওয়া বেঁধে ফেলবে
তারপর ছড়ি ঘুরিয়ে হুকুম করবে,
তার জলের একছত্র অধিপতি হতে ।


গরম হাওয়ায় রক্ত জল হয়
নদীর কাছেই ফিরে আসতে হয়
যদি ফেরার সে পথ খোলা থাকে ।


২.
কত দূর যাবে ?
চলন্ত সিঁড়ি ভেঙ্গে আবছা আলো
বুকের উঠা-নামায় বেদুঈন স্বপ্ন
হাওয়ায় ভাসিয়ে দেওয়া রাতজাগা কথা
একশো একটা মুখোশ পরে
খিল খিল হাসির ঝর্ণায়
কতদূর যাবে ?
কত দিন মাড়াবেনা
সবুজ চোখে আশীর্বাদের আঙিনা ?


একদিন বিলাপ করার জন্যে
সভ্যতারা বড় হতে হতে, অন্ধ হয়
সাগরের উচ্ছ্বাস ম্লান হলে
গভীরতা'ই মুখ্য হয় ।