১.
আসতে চাইলে, আসতে পারো
রংধনুর রঙ মাখতে পারো ।
লাল, নীল, বেগুনী-যাই বলো
হলুদ পাবেনা ।


কার্তিকের খোলা মাঠ পড়ে আছে
পায়ে পায়ে নয়
গায়ে গায়ে হাঁটব
শিশিরে পৌছে দেব রংধনু বার্তা ।


শেষবার আমাদের বসন্ত কবে এসেছিল ?


২.
দরজা খুলি, কেউ নেই
তবুও দাঁড়িয়ে থাকি
হঠাৎ পাতাবাহারে রোদের রঙ
একযুগ অপচয় শেষে
দুপুরের নির্জনতা ভেঙ্গে
চুড়ি ভাঙ্গা হাসি,
প্রজাপতির পাখায় তোমার মুখ ।


বিষাদের খাঁ খাঁ রোদ্দুরে
কেনো ভাঙ্গো আমার নির্বাসন ?