১.
তোর জন্ম দু'শো বছর আগে হয়নি
তবুও
কুয়োর জলে বিষ্ঠা ফেলে
সারা গ্রামে ওলা-উঠার চিকিৎসা করিস,
একশো একটা লাশ ফেলে
সন্ধ্যা বেলায় পকেট ভর্তি বাড়ি ফিরিস ।


হাপিত্যেশ ডাক্তারবাবু
থানা সদর অনেক দূরে, তাই
রোগী মরে সনাতনী কবিরাজের হাতে ।


২.
মজিদ এখন, এক দৌড়ে পার হতে পারে
পিচঢালা পথ
লম্বা হওয়া পিঁপড়ার সারি
ফিরে গেছে আপন নিবাসে
তবুও
গ্রামে আক্কাস আলীর
একটা স্কুল প্রতিষ্ঠা করা হয়না ।


মজিদের হাত কত লম্বা !