বুড়ো, তোর প্রতিষ্ঠান এবার তুই'ই চালা ।


কাঁসার ফুলদানি ও টবে দু'ঘা দিয়ে
রাগান্বিত যুবক উঠে পড়ল গাড়ীতে ।
পিছনে পড়ে রইল অভিশপ্ত নগরী
ঝন্ ঝন্ করে বেজে উঠল সাড়ে তিন হাজার ভাতের থালা ।


পায়রার সাদা পালকে গজিয়ে উঠা কালো রঙ
হঠাৎ মুছে ফেলা যাবেনা
বুড়ো সে কথা জানে,
ভালোবাসার সোনার কাঠি, আর
অন্ধকারে অবলম্বন খোঁজার দিন শেষ
জিরো থেকে হিরো হওয়ার গল্প এখন নিস্প্রাণ, বিবর্ণ
তবুও স্বপ্নেরা সিঁড়ি ভাঙ্গতে চায়
সন্ধ্যার ম্রিয়মান আলোর নিচে আবার
খাড়া হয়ে দাঁড়াতে চায় যৌবনের সোনালী দিন ।


গম্বুজের খিলানে এখনও জ্বলছে সবুজ বাতি
চারিদিকে জমজমাট মিথ্যের হাট
এরিমাঝে বুড়ো সত্যকে খুঁজতে নেমেছে
দেওলিয়ার বাজারে নিলাম ঠেকাবে
সাড়ে তিন হাজার থালায় ঢেলে দিবে গরম ভাত
যখন সবুজ বাতি আস্তে আস্তে লাল হচ্ছে ।